“কাস্পিয়ান সাগর” নাকি “কাস্পিয়ান হ্রদ”??

কাস্পিয়ান সাগর।নাম দেখেই তো বলে দেওয়া যায় যে এটা একটা সাগর,কিন্তু আসলেই কি তাই?কাস্পিয়ান সাগর নাকি হ্রদ তা নিয়ে অনেক আগে থেকেই একটা ধোঁয়াশা আছে সবার মধ্যে।

কাস্পিয়ান সাগর মূলত একটা হ্রদ।

হ্রদ বলতে আসলে কি বোঝায়??

হ্রদ হল ভূ-বেষ্টিত লবণাক্ত বা মিষ্টি পানির বড় আকারের জলাশয়।হ্রদ উপসাগর বা ছোট সাগরের মত কোন মহাসমুদ্রের সাথে সংযুক্ত নয়,তাই এতে জোয়ার ভাটা হয় না।

স্যাটেলাইট চিত্রে কাস্পিয়ান সি

কাস্পিয়ান সাগর আয়তনে বিশ্বের সর্ববৃহৎ হ্রদ যার আয়তন ৩,৭১,০০০ বর্গকিমি।এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝামাঝি অবস্থিত হ্রদটি ককেশাস পর্বতমালার পূর্বে এবং স্তেপ অঞ্চল ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।হ্রদটির অববাহিকায় রাশিয়া,ইরান,কাজাখস্তান,তুর্কেমেনিস্তান ও আজারবাইজান এই ৫ টি দেশের অবস্থান,যার উত্তর-পূর্বে কাজাখস্তান,উত্তর পশ্চিমে রাশিয়া,দক্ষিণ-পূর্বে তুর্কমেনিস্তান,দক্ষিণ-পশ্চিমে ইরান ও পশ্চিমে আজারবাইজান অবস্থিত।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ মিটার নিচে অবস্থিত হ্রদটির গড় গভীরতা ২১১ মিটার,সর্বোচ্চ গভীরতা ১০২৫ মিটার।এর উত্তর অংশ অগভীর,যা ক্রমেই গভীর হতে হতে দক্ষিণে গভীরতা বৃদ্ধি পেয়েছে।উত্তর অংশের গড় গভীরতা ৪-৫ মি,মধ্য অংশে ১৯০ মিটার ও দক্ষিণে গড়ে ১০০০ মিটার।হ্রদটির উপকূলীয় রেখার দৈর্ঘ্য ৬৮২০ কিমি।উত্তর-দক্ষিণে ১২০০ কিমি লম্বা,পূ্র্ব পশ্চিমে গড়ে ২৫০ কিমি চওড়া,সর্বোচ্চ প্রস্থ ৪৩৫ কিমি,সর্বনিম্ন ২০০ কিমি।পানির আয়তন প্রায় ৭৮,২০০ কিউবিক কিমি।

হ্রদটিতে ভলগা,উরাল,বুরা,টেরেকসহ প্রায় ১৩০ টি ছোট-বড় নদী পতিত হওয়ায় হ্রদের পানির বেশীরভাগ অংশই স্বাদু।তবে এর মধ্যবর্তী ও দক্ষিণ অংশের পানি কিছুটা লবনাক্ত,তবে লবণাক্ততার হার ১.২% যা সমুদ্রের লবনাক্ততার ১/৩ অংশ।ইতিহাস থেকে জানা যায়,রোমানরা যখন কাস্পিয়ানের দক্ষিণ অংশে প্রথম আসে,তখন এর পানি তাদের কাছে লবণাক্ত লেগেছিল,সাথে বিশাল জলরাশি দেখে তারা বহিবিশ্বে এটিকে সাগর বলে অভিহিত করে।তাই এটি কাস্পিয়ান সাগর নাকি কাস্পিয়ান হ্রদ তা নিয়ে তৎকালীন সময়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়।হ্রদটিতে প্রায় ২৬+ দ্বীপের অবস্থান রয়েছে।

স্টারজন মাছ

অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হ্রদটি সম্পদেও সম্বৃদ্ধ।এটি মাছের ডিম ও তেলশিল্পের জন্য বিখ্যাত।হ্রদটিতে রয়েছে বিপুল তেলের মজুদ,যা এই অববাহিকার দেশগুলোকে করেছে সম্বৃদ্ধ।কাস্পিয়ান মূলত স্টারজন মাছের জন্য বিশেষভাবে বিখ্যাত।স্টারজন স্বাদু পানির সর্ববৃহৎ মাছ যা প্রায় ১৫০০ কেজি পর্যন্তও হতে পারে।বিশ্বের শতকরা ৯৩% স্টারজন পাওয়া যায় এই কাস্পিয়ানে।মাছটি মূলত বিখ্যাত তার সুস্বাদু ডিমের জন্য যা রাশিয়ার কালোবাজারে প্রতিকেজি ৩৮০ ডলারে বিক্রি হয়।স্টারজনের ডিম থেকে ক্যাভিয়ার নামক সুস্বাদু এক প্রকার খাবার তৈরি করা হয়,ব্ল্যাক ক্যাভিয়ার পৃথিবীর সবচেয়ে দামি খাবার।

ব্ল্যাক ক্যাভিয়ার

হ্রদটিতে প্রায় ৪৮৫০ ধরনের প্রাণী ও ৫০০ ধরনের উদ্ভিদ বাস করে।বসবাসরত প্রাণীদের মধ্যে মাছের প্রজাতিই বেশী।কাস্পিয়ান সীল,বেলুগা,কুতুম,স্টারজন,হেরিং,পাইক,পার্চ,স্প্রাট,বেলোরিবিস্তা ইত্যাদি উল্লেখযোগ্য প্রাণী।

কাস্পিয়ানে অবস্থিত আজারবাইজানের তেল খনি

সম্প্রতি কাস্পিয়ান অববাহিকার দেশগুলো হ্রদের প্রাকৃতিক সম্পদ আহরণ ও অঞ্চলটির শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪টি অনুচ্ছেদের একটি কনভেনশনে স্বাক্ষর করে।যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলোঃ
হ্রদটিতে বাইরের কোনো দেশের সামরিক উপস্থিতি থাকতে পারবেনা,বাইরের কোনো দেশ কাস্পিয়ানের উপর দিয়ে কোনো সামরিক সরঞ্জাম পরিবহন ও করতে পারবেনা,সদস্য দেশগুলো সাগরে অবস্থিত তাদের নিজেদের কোনো ঘাটি বাইরের কোনো দেশের কাছে হস্তান্তর করতে পারবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top