একই নামের মুদ্রা আছে যেদেশগুলোতে।।

মুদ্রা বা টাকা যা বলেই অভিহিত করেন না কেন বিশ্বের সবকিছুর লেনদেনের অদ্বিতীয় মাধ্যম হলো মুদ্রা,যদিও কিছু কিছু ক্ষেত্রে স্বর্ণ দিয়েও লেনদেন হয়ে থাকে,কিন্তু অর্থনীতির প্রধান মাধ্যম হিসেবে মুদ্রায় ব্যবহৃত হয়।প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধাতব বস্তু মুদ্রা হিসেবে প্রচলিত ছিলো (সোনা,রুপা,তামা,পিতল ইত্যাদি)।ধারণা করা হয় বর্তমান ব্যাঙ্কনোট বা কাগজের মুদ্রা সর্বপ্রথম প্রচলিত হয় চীনে।অঞ্চলভেদে মুদ্রার নাম ও বিনিময় একক ভিন্ন হয়ে থাকে।এদের মধ্যে কিছু কিছু দেশের মুদ্রার নাম একই।চলুন জেনে নেই,একই নামের মুদ্রা আছে যেদেশগুলোতে।

Pixabay Photo
  • ইউরো=> সাইপ্রাস, বেলজিয়াম, এল্ডোরা, অষ্ট্রিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, মোনাকো, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্যানমেরিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, লুক্সেমবার্গ, ভ্যাটিকান, কসোভো, মাল্টা ও লিথুয়ানিয়া
  • ফ্রাংক=> বেনিন, লিচটেনষ্টেইন, সুইজারল্যান্ড, বারকিনেফাসো, বুরুন্ডি, ক্যামেরুন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, শাদ, কমোরোস, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, জিবুতি, গ্যাবন, গিনি, গিনিবিসাউ, আইভরিকোষ্ট, নিরক্ষীয় গিনি, মালি, নাইজার, রুয়ান্ডা, সেনেগাল, সোয়াজিল্যান্ড ও টোগো
  • ডলার=> গায়ানা, সুরিনাম, সলোমান দীপপুঞ্জ, ফিজি, জ্যামাইকা, কানাডা, বেলিজ, বারবাডোজ, বাহামা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, নামিবিয়া, লাইবেরিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই
  • ক্যারিবিয়ান ডলার=> ডোমিনিকা, এন্টিগুয়া এন্ড বারমুডা, গ্রানাডা, সেন্টকিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্টভিনসেন্ট এন্ড দ্য গ্রানাডাইনস, ত্রিনিদাদ এন্ড টোবাগো
  • দিনার=> বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, মেসিডোনিয়া, সার্বিয়া, আলজেরিয়া, লিবিয়া ও তিউনিশিয়া
  • মার্কিন ডলার=> যুক্তরাষ্ট্র, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, পালাউ, ইকুয়েডর, পূর্ব তিমুর ও এল সালভেদর
  • অষ্ট্রেলিয়ান ডলার=> অষ্ট্রেলিয়া, কিরিবাতি, নাউরু ও টুভ্যালু
  • রিয়াল=> ইরান, ওমান, কম্বোডিয়া, কাতার, সৌদি আরব, ইয়েমেন ও ব্রাজিল
  • পেসো=> কিউবা, ডোমিনিকা প্রজাতন্ত্র, ফিলিপাইন, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে
  • রুপি=> ভারত, সিচেলিস, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও মরিশাস
  • রুপিয়া=> ইন্দোনেশিয়া ও মালদ্বীপ
  • ওন=> উ. কোরিয়া ও দ. কোরিয়া
  • রুবল=> রাশিয়া ও বেলারুশ
  • পাউন্ড=> লেবানন, সিরিয়া, যুক্তরাজ্য, মিশর, সুদান ও দ. সুদান
  • সোম=> কিরঘিজিস্তান ও উজবেকিস্তান
  • ক্রোন=> ডেনমার্ক ও নরওয়ে
  • ক্রোনা=> সুইডেন ও আইসল্যান্ড
  • মানাত=> আজারবাইজান ও তুর্কমেনিস্তান
  • দিরহাম=> আরব আমিরাত ও মরক্কো
  • লিউ=> মলদোভা ও রোমানিয়া
  • টাকা=> বাংলাদেশ

কেমন লাগলো আজকের লেখাটি সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top