বৈচিত্র্যময়তায় ভরপুর আমাদের এই পৃথিবী।এর প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য,যা আমাদেরকে প্রতিনিয়ত অবাক করে দেয়।কিছু রহস্যের ব্যাখ্যা পাওয়া যায়,কিছু আবার অজানা ই রয়ে যায়।
আজকের পর্ব সাজিয়েছি এমনই ১০০ টি অদ্ভুত ও মজাদার তথ্য নিয়ে যা আপনাকে অবাক করে দিবে।
চলুন জেনে নেই সেই তথ্যগুলো সম্পর্কেঃ
✅গরম পানি ঠান্ডা পানির চেয়ে দ্রুত বরফে পরিণত হয়।
✅শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হল জিহ্বা।
✅কোকাকোলার রঙ পূর্বে সবুজ ছিলো।
✅মরুভূমির বালি থেকে নিজেদের চোখকে রক্ষার জন্য উটের তিনটি চোখের পাতা থাকে।
✅বিশ্বের সবচেয়ে প্রচলিত জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। ❤️
✅আপনি আপনার শ্বাস আটকে নিজেকে হত্যা করতে পারবেন না।
✅ফ্যান জোরে ও ধীরে ঘুরলে একই পরিমাণ বিদ্যুৎ খরচ হয়।
✅নারীরা পুরুষদের চেয়ে প্রায় দ্বিগুণ চোখ পিটপিট করে।
✅মধু বিশ্বের একমাত্র খাবার,যা কখনও নষ্ট হয়না।
✅হাতি বিশ্বের একমাত্র প্রাণী, যারা লাফ দিতে পারেনা।
✅মানুষের হৃৎপিন্ড এতো চাপ সৃষ্টি করতে পারে যে তা দিয়ে রক্তকে প্রায় ৩০ ফুট উঁচুতে তুলে দেওয়া সম্ভব।
✅চকোলেট কুকুরকে মেরে ফেলতে পারে।এতে থিওব্রোমাইন থাকে যা কুকুরের স্নায়ুতন্ত্র ও হৃৎপিন্ডকে প্রভাবিত করে।
✅সকল মেরু ভাল্লুক বামহাতি হয়।
✅প্রজাপতি তাদের পায়ের দ্বারা স্বাদগ্রহণ করে,কারণ তাদের স্বাদগ্রন্থি তাদের পায়ে থাকে।
✅গত ৪০০০ বছরে নতুন কোনো প্রাণী গৃহপালিত হয়নি।
✅আপনি যদি খুব জোরে হাঁচি দেন,তখন এতে এতো জোর থাকে যে এর ফলে আপনি আপনার পাঁজর ভেঙে ফেলতে পারেন।আর যদি আপনি আপনার হাঁচি দমন করে রাখার চেষ্টা করেন,এতে আপনার ঘাড় ও মাথার রক্তনালি ছিঁড়ে মারাও যেতে পারেন।
✅হিমবাহ ও বরফশীট বিশ্বের স্বাদুপানির প্রায় ৬৯% ধারণ করে।
✅বেশীরভাগ লিপস্টিকে মাছের আঁইশ দেওয়া থাকে।
✅আপনি নিজে নিজের কনুই কখনও চাটতে পারবেন না।বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারেন।
✅ইঁদুর এতো দ্রুত বংশবৃদ্ধি করতে পারে যে,২ টি ইঁদুর ১৮ মাসে প্রায় ১০ লক্ষ বংশধর তৈরী করতে পারে।
✅একটি শামুক ৩ বছর পর্যন্তও ঘুমোতে পারে।
✅মাউন্ট এভারেস্ট প্রতিবছর ৪ মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে।
✅প্রতিদিন আমরা গড়ে ২২০০০ বার শ্বাস নেয়।
✅পৃথিবীর সমস্ত পিঁপড়ার একত্রিত ওজন পৃথিবীর সমস্ত মানুষের একত্রিত ওজনের প্রায় সমান।
✅প্লাটিপ্লাসের কোনো পাকস্থলি নেই।
✅উত্তর কোরিয়া ও কিউবাতে আপনি কোনো কোকাকোলা পাবেন না।বাকি সব দেশেই পাবেন।
✅জিরাফের জিভ ২০ ইঞ্চি পর্যন্তও লম্বা হতে পারে।
✅বিশ্বের এতোসব দেশের পতাকার মধ্যে শুধুমাত্র নিকারাগুয়া ও ডোমিনিকার পতাকাতেই বেগুনি রঙ দেখতে পাবেন।বাকি কোনো দেশের পতাকায় বেগুনি রঙ নেই।
✅আঙ্গুলের ছাপের মতো সবার জিহ্বার ছাপ ও স্বতন্ত্র ও আলাদা।
✅রাশিয়া এতো বিশাল দেশ যে এর মধ্যে ১১ টি টাইম জোন রয়েছে।
✅পুরো চীনের প্রাচীর একবার হেঁটে প্রদক্ষিণ করতে আপনার ১৮ মাস সময় লাগবে।
✅সিংহের গর্জন ৫ কি.মি দূর থেকেও শোনা যায়।
✅আব্রাহাম লিংকন একজন মদ বিক্রেতা ছিলেন।
✅আপনি নিজেকে নিজে সুরসুরি দিতে পারবেন না।
✅উটপাখির চোখ তাদের মস্তিষ্কের চেয়েও বড়।
✅জেলিফিশ কিন্তু মাছ নয়।
✅নীল তিমির কিছু রক্তনালী এতোবড় যে আপনি এর মাঝে অনায়াসে সাঁতার কাটতে পারবেন।
✅বিশ্বে প্রতিবছর গড়ে ১ বিলিয়ন মেট্রিক টন খাবার অপচয় হয়।
✅কর্ণিয়া মানবদেহের একমাত্র টিস্যু,যাতে কোনো রক্তনালী নেই।
✅গীষ্মকালে আইফেল টাওয়ার ৬ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে।
✅মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো তার ত্বক।
✅পৃথিবীর ৪ টি গোলার্ধেই আফ্রিকা মহাদেশের কিছু না কিছু অংশ আছে।
✅যুক্তরাষ্ট্র,লাইবেরিয়া ও মিয়ানমারে পরিমাপের ক্ষেত্রে মেট্রিক সিস্টেম ব্যবহৃত হয়না।
✅কুমির তার জিহ্বা বাইরে বের করতে পারেনা।
✅বর্তমান যুক্তরাষ্ট্রের পতাকাটি একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ডিজাইন করেছিলো।
✅একটি মশার ৪৭ টি দাঁত থাকে।
✅মৌমাছি মাউন্ট এভারেস্টের চেয়েও বেশী উচ্চতায় উঁড়তে পারে।
✅জিন্সের সামনের পকেটের উপরের ছোট পকেট টি ঘড়ি রাখার জন্য ডিজাইন করা হয়েছিলো।
✅চিংড়ির হৃৎপিন্ড এর মাথাতে অবস্থিত।
✅’মেল সি হর্স’ একমাত্র পুরুষ প্রাণী,যারা বাচ্চা দেয়।
✅ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে ৭৮ টি বাথরুমসহ সর্বমোট ৭৭৫ টি কক্ষ রয়েছে।
✅অক্টোপাসের ৯ টি মস্তিষ্ক,৩ টি হৃৎপিন্ড থাকে।এদের রক্ত নীলরঙের হয়।
✅আপনার পক্ষে নাক চেপে ধরে গুণগুণ করা অসম্ভব।প্রয়োজনে চেষ্টা করে দেখতে পারেন।
✅সেন্ট লুসিয়া বিশ্বের একমাত্র দেশ,যা কোনো নারীর নামে নামকরণ করা হয়েছে।
✅পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী,যাদের থুতনি আছে।
✅আইসল্যান্ডে কোনো মশা নেই।
✅বাদুড়ই একমাত্র স্তন্যপায়ী প্রাণী,যারা উড়তে সক্ষম।
✅বিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২০১৮ সালে এন্টার্কটিকাতে,যা ছিলো -১৪৪ ডিগ্রী ফারেনহাইট।
✅আমাজন বন পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ সরবারহ করে।
✅বাঘের শুধু পশমই ডোরাকাটা না,এর চামড়াও ডোরাকাটা হয়।
✅মানুষের নাক কমপক্ষে ১ ট্রিলিয়ন বিভিন্ন গন্ধকে আলাদা করতে পারে।
✅প্লুটো গ্রহের চাইতেও রাশিয়ার ভূপৃষ্ঠের আয়তন বেশী।
✅শ্লথ রা ৪০ মিনিট পর্যন্ত তাদের শ্বাস ধরে রাখতে পারে।
✅পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা ট্রেন্সের গভীরতা ১১,০৩৩ মিটার,যেখানে আপনি অনায়াসে একটি মাউন্ট এভারেস্ট ও দুইটি সাকা হাফং(বাংলাদেশের সর্বোচ্চ চূড়া) কে বসিয়ে দেওয়া যাবে।
✅মরুভূমির বালি থেকে নিজেদের চোখকে রক্ষার জন্য উটের তিনটি চোখের পাতা থাকে।
✅কাচের বল রাবারের বলের চেয়ে বেশী বাউন্স করতে পারে।
✅একজন মানুষ না খেয়ে ২১ দিন পর্যন্ত বাঁচতে পারলেও ১১ দিনের বেশী না ঘুমিয়ে বাঁচতে পারেনা।
✅সব শিশুই নীল চোখ নিয়ে জন্মায়।
✅পৃথিবী থেকে মহাকাশে যেতে মাত্র ১ ঘন্টা সময় লাগে।
✅জলহস্তীর দুধ গোলাপী রঙের হয়।
✅মানুষ খাবারের স্বাদ নিতে পারে লালার কারণে।
✅আমরা রাতের থেকে সকালে বেশী লম্বা থাকি।
✅ছাগলের আয়তাকার পিউপিল থাকে।
✅ব্রিটেনের রাজা অষ্টম হেনরির পায়খানা করার পর তার নিতম্ব পরিষ্কার করার জন্য আলাদা লোক ছিলো।
✅ডলফিনেরা একে অপরকে নাম দিতে পারে ও তাদেরকে সে নাম অনুযায়ীই ডাকে।
✅একজন গড় আয়ুর মানুষ তার জীবদ্দশায় গড়ে ১ বছর বাথরুমে কাটায়।
✅বিশ্বে প্রতিবছর প্রায় ১ বিলিয়ন মেট্রিক টন খাবার অপচয় হয়।
✅পৃথিবীর সর্ববৃহৎ স্থলজ প্রাণী হাতির ওজন একটি নীলতিমির জিহ্বার ওজনের থেকেও কম।
✅সৌদি আরব একমাত্র দেশ,যেখানে স্থায়ী কোনো নদী নেই।
✅একটি গরুকে সিঁড়ি দিয়ে ওঠানো সম্ভব,কিন্তু নামানো সম্ভব না।
✅নাউরু বিশ্বের একমাত্র দেশ,যার কোনো রাজধানী নেই।
✅ডলফিন একচোখ খোলা রেখেই ঘুমোতে পারে।
✅ফ্রেন্স ফ্রাই ফ্রান্সে নয়,বেলজিয়ামে উদ্ভাবিত হয়।
✅কোয়ালার আঙ্গুলের ছাপ দেখতে অনেকটা মানুষের আঙ্গুলের ছাপের মতোই।এদেরও মানগষের মতো স্বতন্ত্র আঙ্গুলের ছাপ আছে।
✅বাচ্চারা হাঁটু ছাড়াই জন্মায়,যা ২-৬ বছরের মধ্যে গঠিত হয়।
✅গর্ভাবস্থায় নারীদের চুল ও নখ দ্রুত বৃদ্ধি পায়।
✅একটি মানুষের দেহে যে পরিমাণ আয়রন থাকে তা দিয়ে ৩ ইঞ্চির একটি পেরেক তৈরি করা সম্ভব।
✅ডাইনোসর পৃথিবীর ৭ টি মহাদেশেই বাস করতো।
✅কুকুরের ঘ্রাণশক্তি মানুষের থেকে ১ লক্ষ গুণ বেশী শক্তিশালী।
✅পাপুয়া নিউগিনিতে ৮২০ রকমের ভাষা প্রচলিত আছে।
✅সাইপ্রাস বিশ্বের একমাত্র দেশ,যাদের কোনো জাতীয় নেই।
✅নবজাতকেরা কাঁদলেও চোখ দিয়ে পানি বের হয়না।
✅পুরুষদের তুলনায় নারীদের ব্রেইনের সেরেব্রাল কর্টেক্স পুরু হওয়ায় নারীরা পুরুষদের চেয়ে বেশী যুক্তিবাদী।
✅একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন থাকে।
✅বিশ্বের সবচেয়ে ছোট যুদ্ধ ব্রিটিশ ও জাঞ্জিবার সালতানাতের মধ্যে হয়েছিলো,যা মাত্র ৩৮ মিনিট স্থায়ী ছিলো।
✅আপনি সর্বোচ্চ ৪৫ মিনিটের বেশী নীরব হয়ে থাকতে পারবেন না।
✅আপনার আঙ্গুলে কোনো পেশী থাকেনা।এরা হাতের তালু ও বাহুর পেশী দ্বারা নিয়ন্ত্রিত হয়।
✅মাত্র একদিনে আমাদের রক্ত শরীরের মধ্যে ১৯৩১২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
✅একটি হামিং বার্ড সেকেন্ডে ২০০ বার পর্যন্ত ডানা ঝাপটাতে পারে।
✅ক্যাঙ্গারু ও ইমু পেছনের দিতে হাঁটতে পারেনা।
✅যখন আপনি কোথাও যাতায়তের জন্য বিমানে অবস্থান করেন তখন উচ্চতার কারণে আপনি আপনার ৩০% স্বাদের অনুভূতি হারিয়ে ফেলতে পারেন।ফলে অনেক স্বাদের খাবারও স্বাদহীন লাগতে পারে।
একটা বোনাস তথ্যঃ হাসতে মুখের ১৭টি পেশি সক্রিয় থাকে,অন্যদিকে কাঁদতে মুখের ৪৩ টি পেশি সক্রিয় হয়ে উঠে।তাই বেশী করে হাসুন। ?