আয়তনে ভারতের সবচেয়ে বড় দশটি জেলা।।

ভারতের বড় জেলা ভারতের মানচিত্র

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একটি ছোট প্রশাসনিক এলাকা হল জেলা।ভারত ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত।প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আবার কয়েকটি বিভাগে বিভক্ত,প্রতিটি বিভাগ আবার জেলাতে বিভক্ত,জেলাগুলো আবার তালুক/তহসিল/মহাকুমা/মন্ডলে বিভক্ত।(সবগুলো একই অর্থ প্রকাশ করে)।বর্তমানে ভারতের জেলার সংখ্যা ৭৭৯ টি।এরমধ্যে আয়তনে ভারতের বড় জেলা কচ্ছ (গুজরাট),আর সবচেয়ে ছোট জেলা মাহে (পুদুচেরি)।জনসংখ্যর দিক দিয়ে ভারতের বড় জেলা থানে (মহারাষ্ট্র),ছোট জেলা উচ্চ দিবাং (অরুণাচল)।

চলুন আজ জেনে নেই ভারতের বড় জেলা গুলোর মধ্যে প্রথম দশটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য।

১.কচ্ছঃ (৪৫,৬৭৪ বর্গ কি.মি)

আরব সাগরের তীরে অবস্থিত ও গুজরাট রাজ্যের অন্তর্গত ভারতের সর্ববৃহৎ জেলা হচ্ছে কচ্ছ।
জেলাটির আয়তন ৪৫,৬৭৪ বর্গ কি.মি।জনসংখ্যা প্রায় ২৫ লক্ষ।

কচ্ছের দক্ষিণ-পশ্চিমে আরব সাগর,দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে কচ্ছ উপসাগর,সুরেন্দ্রনগর ও রাজকোট জেলা,উত্তর-পূর্বে রান অব কচ্ছ (কচ্ছের রন) ও রাজস্থান প্রদেশ,পূর্বে বনস কাঁথা ও রাজকোট জেলা,উত্তরে রন অব কচ্ছ ও পাকিস্তানের সিন্ধু প্রদেশ অবস্থিত।এর উপকূল রেখার দূরত্ব ৪০৬ কি.মি।

কচ্ছের তালুক/তহসিল সংখ্যা ১০ টি,গ্রাম ৯৯৪ টি,পৌরসভা রয়েছে ৮ টি।
এছাড়া বিমানবন্দর রয়েছে ৪টি,সমুদ্রবন্দর ২ টি।

কচ্ছের প্রশাসনিক সদরদপ্তর হলো ভুজ।গান্ধীধরম সবচেয়ে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্রবিন্দু।

বৈদেশিক রেমিটেন্সের সংখ্যাধিক্যের কারণে কচ্ছের মাধাপার গ্রামকে এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম বলা হয়।

রন অব কচ্ছ একটি বৃহদাকার লবনাক্ত জলাভূমি,যেখানে শীতে ফ্রেমিংগো,পেলিকান,কমন ক্রেনসহ অসংখ্য অতিথি পাখি দেখা যায়।

২.লেহঃ (৪৫,১১০ বর্গ কি.মি)

হিমালয় ও কারাকোরাম পর্বতশ্রেনী দ্বারা পরিবেষ্টিত লেহ জেলার আয়তন ৪৫,১১০ বর্গ কি.মি।

জনসংখ্যা প্রায় ১লক্ষ ৫০ হাজার।বেশীরভাগ মানুষই তিব্বতি ভাষায় কথা বলে।

লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত জেলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৩৫২৪ মিটার উঁচুতে অবস্থিত।

জেলাটির পশ্চিমে পাকিস্তান অধিকৃত কাশ্মির,উত্তর ও পূর্বে আকসাই চীন এবং দক্ষিণে হিমাচল প্রদেশ অবস্থিত।

জেলাটিতে তহসিল রয়েছে ৮ টি,ব্লক ১৬ টি,গ্রাম পঞ্চায়েত ৯৫ টি,গ্রাম ১১৩ টি।
লেহ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ও প্রধান শহর।

এ অঞ্চলটি বহুবছর ধরে তিব্বত,চীন,কাশ্মির ও ভারতের অন্যান্য অঞ্চলের মধ্যে যোগাযোগ ও ব্যবসার একটি মাধ্যম হিসেবে কাজ করছে।

বিশ্বের উচ্চতম লবনাক্ত পানির হ্রদ প্যাগং লেকের ৩০% এ অঞ্চলটিতে অবস্থিত।লেকটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩৫০ কি.মি উঁচুতে অবস্থিত।

৩.জয়সলমেরঃ (৩৮,৪০১ বর্গ কি.

থর মরুভূমির মধ্যে অবস্থিত জয়সলমের জেলার আয়তন ৩৮,৪০১ বর্গ কি.মি।এটি প্রশাসনিকভাবে রাজস্থান রাজ্যের অন্তর্গত।

এর জনসংখ্যা প্রায় ১০ লক্ষ।বেশীরভাগ মানুষই রাজস্থানি ও মারোয়ারি ভাষায় কথা বলে।

রাজপুত রাজা মহারাওয়াল জয়সওয়ালের নামানুসারে জেলাটির নামকরণ করা হয়।

জয়সলমেরকে সোনালী শহর বলা হয়।
বালুকাময় মরুভূমি,রাজকীয় প্রাসাদ,দুর্গ ও উটের প্রাচুর্য্য জেলাটিকে একটি বৈচিত্র্য দান করেছে।

এর পূর্বে যোধপুর জেলা,দক্ষিণে বারমের জেলা,উত্তর-পূর্বে বিকানের জেলা এবং উত্তর ও পশ্চিমে পাকিস্তানের সিন্ধু প্রদেশ অবস্থিত।
পাকিস্তানের সাথে জেলাটির ৪৭১ কি.মি সীমান্ত রয়েছে।

প্রশাসনিকভাবে রাজস্থান রাজ্যের অন্তর্গত জেলাটির তহসিল সংখ্যা ৪ টি,পৌরসভা ২ টি,গ্রাম ৮৫৬ টি,গ্রাম পঞ্চায়েত ২০৬ টি।

ত্রিকুটা পাহাড়ের উপর অবস্থিত জয়সলমের দুর্গটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ।দুর্গ থেকে প্রায় পুরো জয়সলমের শহরটি দেখা যায়।

৪.বিকানেরঃ (৩০,২৩৯ বর্গ কি.মি)

থর মরুভূমির মধ্যে অবস্থিত রাজস্থান রাজ্যের আরেকটি জেলা বিকানের।

জেলাটির আয়তন ৩০,২৩৯ বর্গ কি.মি।জনসংখ্যা প্রায় ২৭ লক্ষ।বেশীরভাগ মানুষ রাজস্থানী ভাষায় কথা বলে।

বিকানের এর উত্তরে গঙ্গানগর ও অনুপগড় জেলা,উত্তর-পূর্বে হনুমানগড় জেলা,পূর্বে চুরু জেলা,দক্ষিণ-পূর্বে নাগৌর জেলা,দক্ষিণে যোধপুর জেলা,দক্ষিণ-পশ্চিমে জয়সলমের জেলা ও উত্তর-পশ্চিমে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ অবস্থিত।

পাকিস্তানের সাথে জেলাটির ১৬৮ কি.মি সীমান্ত সংযোগ রয়েছে।

জেলাটির তহসিল সংখ্যা ১১ টি,সিটি কর্পোরেশন ১ টি,পৌরসভা ৬ টি,গ্রাম ১৪৯৮ টি,গ্রাম পঞ্চায়েত ২৯০ টি।

বিকানের ভারতের পশুর লোম,চামড়া,পাথর,লবণ ব্যাবসার অন্যতম প্রাণকেন্দ্র।

এশিয়ার প্রথম উট গবেষণা কেন্দ্র এ জেলাটিতেই অবস্থিত।

আরও পড়ুনঃ আয়তনে ভারতের সবচেয়ে বড় দশটি রাজ্য।

৫.বারমেরঃ (২৮,৩৮৭ বর্গ কি.মি)

রাজস্থান রাজ্যের অন্তর্গত বারমের আয়তনে ভারতের বড় জেলা গুলোর মধ্যে পঞ্চম।জেলার আয়তন ২৮,৩৮৭ বর্গ কি.মি।

জনসংখ্যা প্রায় ৩০ লক্ষ।বেশিরভাগ মানুষ রাজস্থানী ও মারওয়ারি ভাষায় কথা বলে।

জেলাটির উত্তর-পশ্চিমে জয়সলমের জেলা,দক্ষিণ-পূর্বে জালোর জেলা,পূর্বে পালি ও যোধপুর জেলা,দক্ষিণে গুজরাট জেলা ও দক্ষিণ-পশ্চিমে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ অবস্থিত।

বারমেরের পশ্চিমাংশ থর মরুভূমিতে পড়েছে।পাকিস্তানের সাথে এটির ২২৮ কি.মি সীমানা রয়েছে।

জেলাটিতে তহসিল রয়েছে ১৫ টি,পৌরসভা ৩ টি,ব্লক ২১ টি,গ্রাম ২৯৮৫ টি,গ্রাম পঞ্চায়েত ৬৮৮ টি।

বারমের ডালিম চাষের জন্য বিখ্যাত। অতি সম্প্রতি এখানে একটা তেলের খনিও আবিষ্কৃত হয়েছে।

ভারতের সর্বপ্রথম ভূ-গর্ভস্থ সামরিক ঘাটি “উত্তরলাই” এ জেলাতেই অবস্থিত।

৬.যোধপুরঃ (২২,৮৫০ বর্গ কি.মি)

ঐতিহাসিক রাজপুত রাজাদের প্রাচীন রাজধানী যোধপুরের আয়তন ২২,৮৫০ বর্গ কি.মি।এটি ভারতের রাজস্থান রাজ্যের অন্তর্গত।

জনসংখ্যা প্রায় ৩৭ লক্ষ।বেশীরভাগ মানুষ রাজস্থানী ভাষায় কথা বলে।

যোধপুরের উত্তরে বিকানের জেলা,উত্তর-পূর্বে নাগৌর জেলা,দক্ষিণে পালি জেলা,দক্ষিণ-পশ্চিমে বারমের জেলা,পশ্চিম ও উত্তর-পশ্চিমে জয়সলমের জেলা অবস্থিত।

যোধপুরকে “থর মরুভূমির প্রবেশদ্বার” বলা হয়।জেলাটির কিছু অংশ থর মরুভূমিতে পড়ায় এলাকাটি কিছুটা শুষ্ক।

জেলাটিতে তহসিল সংখ্যা ১১ টি,গ্রাম ১৯১৯ টি,গ্রাম পঞ্চায়েত ৬২৬ টি,সিটি কর্পোরেশন ১ টি,পৌরসভা ৩ টি।

যোধপুর,বিশেষ করে পুরোনো শহরের বেশীরভাগ বাড়িতে ঐতিহাসিকভাবে নীল রং করা হয়েছিলো।তাই এটি “ব্লু সিটি” নামেও পরিচিত।

ভারতের বিখ্যাত মেহরানগড় দুর্গ এ জেলাতেই অবস্থিত।

৭.নাগৌরঃ (১৭,৭১৮ বর্গ কি.মি)

ভারতের রাজস্থান রাজ্যের অন্তর্গত নাগৌর জেলার আয়তন ১৭,৭১৮ বর্গ কি.মি।

জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ।বেশীরভাগ মানুষ রাজস্থানী ভাষায় কথা বলে।

জেলাটির উত্তরে চুরু জেলা,উত্তর-পশ্চিমে বিকানের,উত্তর-পূর্বে সিকার জেলা,পূর্বে জয়পুর জেলা,দক্ষিণ-পূর্বে আজমের জেলা,দক্ষিণে পালি জেলা,পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে যোধপুর জেলা।

নাগৌর জেলাতে তহসিল সংখ্যা ১৫ টি,গ্রাম ১৬০৭ টি,গ্রাম পঞ্চায়েত ৫২৯ টি,পৌরসভা ২ টি।

জেলাটির উত্তর-পশ্চিমের অংশটি থর মরুভূমির মধ্যে পড়েছে।তাই এখানে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকে।অপরদিকে এর দক্ষিণ-পূর্ব অংশ আরাবল্লী পর্বতমালা অঞ্চলের অন্তর্গত।

ভারতের সর্ববৃহৎ লবণাক্ত পানির হ্রদ “সম্ভার” এ জেলাটিতেই অবস্থিত।

আরও পড়ুনঃ পৃথিবীর যেদেশগুলো একাধিক মহাদেশে অবস্থিত।

৮.আহমেদনগরঃ (১৭,০৪৮ বর্গ কি.মি)

ভারতের মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত জেলাটির আয়তন ১৭,০৪৮ বর্গ কি.মি।

জনসংখ্যা প্রায় ৯০ লক্ষ।বেশীরভাগ মানুষ মারাঠি ভাষায় কথা বলে।

আহমেদনগরের উত্তর-পূর্বে আওরঙ্গবাদ জেলা,উত্তর-পশ্চিমে নাসিক জেলা,দক্ষিণ-পশ্চিমে থানে ও পুনে জেলা,দক্ষিণ-পূর্বে বিদ জেলা ও দক্ষিণে সোলাপুর ও ওসমানাবাদ জেলা অবস্থিত।

জেলাটিতে তালুক/তহসিল সংখ্যা ১৪ টি,গ্রাম ১৬০২ টি,গ্রাম পঞ্চায়েত ১৩১৬ টি,মহাকুমা ৪ টি,পৌরসভা ১৫ টি,সিটি কর্পোরেশন ১ টি।

জেলাটি পশ্চিমাংশ পাহাড়ি অঞ্চল,মধ্যভাগ মালভূমি ও উত্তর-দক্ষিণাংশ সমভূমি অঞ্চলের অন্তর্গত।তবে এর আবহাওয়া কিছুটা উষ্ণ ও আধা-শুষ্ক।

আহমেদনগর মহারাষ্ট্রের একটি বানিজ্যিক এলাকা।জেলাটি চিনিশিল্পের জন্যও বিখ্যাত।

৯.চুরুঃ (১৬,৮৩০ বর্গ কি.মি)

চুরু জেলা ভারতের রাজস্থান রাজ্যের সিকার বিভাগের অন্তর্গত একটি জেলা।এর আয়তন ১৬,৮৩০ বর্গ কি.মি।

জনসংখ্যা প্রায় ৩০ লক্ষ।বেশীরভাগ মানুষ রাজস্থানী ভাষায় কথা বলে।

এর উত্তরে হনুমানগড় জেলা,পূর্বে হরিয়ারার হিসার জেলা,দক্ষিণ-পূর্বে ঝুনঝুনু ও সিকার জেলা,দক্ষিণে নাগৌর জেলা ও পশ্চিমে বিকানের জেলা অবস্থিত।

জেলাটির তহসিল সংখ্যা ৮ টি,মহাকুমা ৬ টি,গ্রাম ৯২০ টি,গ্রাম পঞ্চায়েত ৩০৪ টি,পৌরসভা ২ টি।

থর মরুভূমির মধ্যে অবস্থিত হওয়ায় এখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করে।জেলাটির কিছু অংশে বড় বড় বালির টিলা রয়েছে।

জেলাটিতে জিপসামের খনি রয়েছে।কথিত আছে তাজমহল নির্মাণে ব্যবহৃত মার্বেল পাথরগুলো জেলাটির মাকরানা শহর থেকে আনা হয়েছিলো।

১০.পুনেঃ (১৫,৬৮৩ বর্গ কি.মি)

ভারতের মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত অন্যতম বানিজ্যিক জেলা পুনে।এর আয়তন ১৫,৬৮৩ বর্গ কি.মি।

জনসংখ্যা প্রায় ১ কোটি ৫ লক্ষ।এটি মহারাষ্ট্রের সবচেয়ে জনবহুল জেলা।বেশীরভাগ মানুষ মারাঠি ভাষায় কথা বলে।

জেলাটির পশ্চিমে রায়গড় জেলা,উত্তর-পশ্চিমে থানে জেলা,উত্তর ও উত্তর-পূর্বে আহমেদনগর জেলা,দক্ষিণে সাতারা জেলা,দক্ষিণ-পূর্বে সোলাপুর জেলা।

পুনের তালুক/তহসিল সংখ্যা ১৫ টি,গ্রাম ১৮৬৬ টি,গ্রাম পঞ্চায়েত ১৪০৭ টি,পৌরসভা ১১ টি,সিটি কর্পোরেশন ১ টি।এছাড়া জেলাটিতে ৩ টি সেনানিবাস রয়েছে।

পুনে দক্ষিণাত্য মালভূমির পশ্চিমাংশে অবস্থিত একটি পাহাড়ি এলাকা।মূলত এখানে আধা-শুষ্ক আবহাওয়া বিরাজমান।

জেলাটি ভারতের অটোমোবাইল শিল্পের একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে বিবেচিত।এছাড়া এটি সফটওয়্যার শিল্পের জন্যও বিখ্যাত।

ভারতের অনেক বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান জেলাটিতে অবস্থিত।এটি বেশকয়েকবার ভারতের সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসেবেও বিবেচিত হয়েছে।

পড়তে পারেনঃ পৃথিবীর সবচেয়ে ছোট সীমান্ত রয়েছে যে দেশগুলোর মধ্যে।।

তথ্যসূত্রঃ
১.https://leh.nic.in/
২.https://earthobservatory.nasa.gov/images/148168/indias-white-desert
৩.https://www.rajasthandirect.com/districts/jaisalmer
৪.https://www.wikipedia.org/
৫.https://rajras.in/rajasthan/districts/jaisalmer/
৬.https://localbodydata.com/panchayat-samitis-list-in-jaisalmer-zila-parishad-94
৭.https://igod.gov.in/sg/RJ/E042/organizations
৮.https://rajras.in/rajasthan/districts/barmer/
৯.https://www.viewvillage.in/district/barmer-90
১০.https://ananthapuramu.ap.gov.in/gram-panchayats/
১১.https://ahmednagar.nic.in/en/
১২.http://connectrajasthan.com/churu/
১৩.https://kachchh.nic.in/about-district/
১৪.https://www.india.gov.in/website-nagaur-district-rajasthan
১৫.https://pune.gov.in/

Back To Top