প্লাস্টিকে ব্যবহৃত ত্রিকোণাকার চিহ্ন কি অর্থ নির্দেশ করে?

প্লাস্টিকের নিচের ত্রিকোণাকার চিহ্ন

আমরা যখন পানির বোতল বা প্লাস্টিকের বক্সগুলো কিনি তখন এর তলায় একটি ত্রিকোণাকার বিশেষ চিহ্ন দেখতে পায়।

কিন্তু এটি আসলে কি নির্দেশ করে??

ত্রিকোণাকার চিহ্নটি আসলে প্লাস্টিকটির চারিত্রিক বৈশিষ্ট্য।চিহ্নটি নির্দেশ করে করে বোতল বা পাত্রটি বিধিসম্মতভাবে তৈরি করা হয়েছে।তবে সেটি কতটা নির্ভরযোগ্য,কোন ধরনের জিনিস রাখা যাবে,কতবার ব্যবহার করা যাবে,স্বাস্থ্যঝুকি কতটা তা জানা যায় ত্রিকোণ চিহ্নের মধ্যে থাকা সংখ্যাটি দিয়ে।

এ ধরণের প্লাস্টিকে ১-৭ পর্যন্ত সর্বমোট ৭ টি সংখ্যা ব্যবহার করা হয়।এরমধ্যে ২,৪,৫ স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ,১ ও ৭ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ।৩ & ৪ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

চলুন জেনে নেই চিহ্নগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য।

ত্রিকোণের মাঝে ১ লেখা থাকলেঃ

পাত্রটি পলিথাইলিন টেরেপথ্যালেট জাতীয় প্লাস্টিক দিয়ে তৈরি।সাধারণত পানির বোতল,পানীয় বোতল,কিছু খাদ্য প্যাকেজিংয়ের পাত্রে এ ধরনের উপাদান ব্যবহার করা হয়।ইংরেজিতে PETE লেখা থাকে।

এজাতীয় প্লাস্টিকগুলো একবারের বেশি ব্যবহার করা স্বাস্থ্যকর নয়।এ ধরনের প্লাস্টিকের গায়ে ব্যাকটেরিয়া সহজেই বাস করতে পারে।তাই সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।এটি রিসাইক্লিং করে কার্পেট,দরজার প্যানেল,ফাইবার তৈরি করা সম্ভব।

ত্রিকোণের মাঝে ২ লেখা থাকলে:

এ জাতীয় প্লাস্টিক উচ্চ ঘনত্বের পলি-ইথিলিন দিয়ে তৈরি যা ঘন ও অস্বচ্ছ।
সাধারণত শ্যাম্পু,ডিটারজেন্ট,টয়লেট ক্লিনারের বোতল তৈরিতে ব্যবহৃত হয়।তবে খাবার ও পানীয় রাখার জন্য একেবারেই নিরাপদ নয়।

ব্যবহারের পর এগুলো রিসাইকেল করে পয়:নিষ্কাশনের পাইপ,কলম,ড্রাম,টেবিল,বেড়া তৈরি করা সম্ভব।

ত্রিকোণের মাঝে ৩ লেখা থাকলে

প্লাস্টিকটি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি দিয়ে তৈরি।
তেলের বোতল,মোড়ক, খেলনা,মেডিকেল যন্ত্রাংশ,পাইপ,ক্যাবল তৈরিতে এটি ব্যবহার করা হয়।

ত্রিকোণের মাঝে ৩ লেখা থাকলে

এটিতে ডিইএইচএ,ডাইক্সিন জাতীয় বিষাক্ত পদার্থ থাকে,তাই একবারের বেশি ব্যবহার করা একদমই উচিত না।দীর্ঘদিন ব্যবহারে বাচ্চার জন্মগত ত্রুটি,হরমোন জটিলতা এমনকি ক্যান্সারেরও সম্ভাবনা থাকে।
তবে রিসাইক্লিং করে পাইপ,ক্যাবল,দরজা তৈরি করা সম্ভব।

আরও পড়ুনঃ বাংলাদেশের নির্বিষ বা অবিষধর সাপ কোনগুলো?

ত্রিকোণের মাঝে ৪ লেখা থাকলেঃ

এটির অর্থ প্লাস্টিকটি কম ঘনত্বের পলি-ইথিলিন দিয়ে তৈরি।
সাধারণত প্যাকেট,আচার,মসলা রাখার পাত্র,ক্যান,ড্রাম,ফ্রোজেন ফুডের বক্সে এ জাতীয় উপাদান ব্যবহার করা হয়।

একাধিকবার ব্যবহার করা নিরাপদ। তবে ১ মাসের বেশি না ব্যবহার করাই শ্রেয়,কেননা অতিরিক্ত তাপে ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে।
এটি রিসাইক্লিং করে বক্স,ড্রাম,ক্যান ইত্যাদি তৈরি করা সম্ভব।

ত্রিকোণের মাঝে ৫ লেখা থাকলেঃ

পলিপ্রোপিলিন দিয়ে তৈরি হওয়ায় এটি ব্যবহার করা একদম স্বাস্থ্যসম্মত ও নিরাপদ।দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও স্বাস্থ্যঝুকির সম্ভাবনা নেই বললেই চলে।

বোতলের মুখ

সসের বোতল,পানির বোতল,বোতলের মুখ,ঔষধশিল্পের বোতল,খাবারের বক্স,ব্রাশ তৈরিতে এগুলো ব্যবহার করা হয়।১৬৭° সে পর্যন্ত তাপ সহনশীল হওয়ায় মাইক্রোওয়েভের মধ্যেও ব্যবহার করা সম্ভব।
পলিপ্রোপিলিন রিসাইক্লিং করে ব্যাটারির কেস,ব্রাশ,বক্স তৈরি করা সম্ভব।

আরও পড়ুনঃ বিশ্বের অদ্ভুত ও মজার কিছু তথ্য।

ত্রিকোণের মাঝে ৬ লেখা থাকলেঃ

এ ধরণের প্লাস্টিক পলিস্টিরিন ও স্টাইরোফেম জাতীয় উপাদান দিয়ে তৈরি।তাই খাবার বা পানীয় পাত্র হিসেবে ব্যবহার করা মোটেও স্বাস্থ্যকর নয়।
সাধারণত ওয়ান টাইম চা/কফির কাপ,বক্স,প্লেট ও ডিমের কেস তৈরিতে এটি ব্যবহার।

এগুলো রিসাইক্লিং করা কষ্টসাধ্য ও সহজে প্রকৃতিকে মিশেও যায়না।
তাই স্বাস্থ্য ও পরিবেশ দুইটার জন্যই ক্ষতিকর।

ত্রিকোণের মাঝে ৭ লেখা থাকলে:

পলিকার্বনেট,বিসফেনল-এ,লেক্সন ইত্যাদি ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি হওয়ায় প্লাস্টিকটি খাদ্য বা পানীয় পাত্র হিসেবে ব্যবহার করা মোটেও স্বাস্থ্যকর নয়।এতে হরমোনজনিত সমস্যা,স্নায়ু জটিলতা,প্রজননক্ষমতা কমে যাওয়াসহ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।

পানি রাখার পাত্র

কম্পিউটারের কেস,প্লাস্টিকের ব্যাগ,হেলমেট,বুলেটপ্রুফ জ্যাকেট,পানির জার,,সানগ্লাস তৈরিতে এটি ব্যবহৃত হয়।সাধারণত এগুলো রিসাইক্লিং করা সম্ভব নয়।

তথ্যসূত্রঃ
১.https://www.hebrongoesgreen.com/recycling-symbols
২.https://www.goodhousekeeping.com/home/g804/recycling-symbols-plastics-460321/
৩.https://www.acmeplastics.com/content/your-guide-to-plastic-recycling-symbols/
৪.https://sapphirevn.com/news/the-meaning-of-recycle-symbols-on-plastics/
৫.https://www.coca-colacompany.com/au/faqs/what-do-the-different-recycling-signs-on-plastic-containers-mean

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top