Transcontinental Countries,যে দেশগুলোর অবস্থান একাধিক মহাদেশে!!

Transcontinental Countries,একটি দেশ যা দুইটি মহাদেশে অবস্থিত। ভাবতেই অবাক লাগে তাইনা!!বিষয়টা এমন যে,ধরুন সকালের নাস্তা করছেন এশিয়াতে আর বিকালে ঘুরে বেড়াচ্ছেন ইউরোপ মহাদেশে।Transcontinental Countries বা আন্তঃমহাদেশীয় দেশ কাকে বলে?এমন কতটি দেশ আছে?
আপনার জানার আগ্রহ থাকলে চলুন জেনে নেই।

যেসকল রাষ্ট্র বা তাদের অঞ্চলগুলো একাধিক মহাদেশে অবস্থিত তাদেরকে আন্তঃমহাদেশীয় দেশ বা Transcontinental Countries বলে।
এমন দেশের কথা ভাবতে গেলেই প্রথমেই চলে আসে রাশিয়া বা তুরস্কের নাম।তাহলে কি শুধুমাত্র রাশিয়া ও তুরস্কই আন্তঃমহাদেশীয় রাষ্ট্র??

:আজ্ঞে না।
:বিশ্বে অনেকগুলে রাষ্ট্র আছে,যারা আন্তঃমহাদেশীয়।

Pixabay

আন্তঃমহাদেশীয় রাষ্ট্র দুই ধরনের।

১.সংলগ্নঃ যেসকল রাষ্ট্রের মূল ভূখণ্ডের দুই অংশ দুই মহাদেশে অবস্থিত তারা সংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র।
২.অসংলগ্নঃ যেসকল রাষ্ট্রের মূল ভূখণ্ড একটি মহাদেশেই অবস্থিত কিন্তু এর অন্তর্গত দ্বীপ বা অঞ্চলসমূহ দুই বা ততোধিক মহাদেশে অবস্থিত,,তাদেরকে অসংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্র বলে।

সংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্রসমূহঃ

১.রাশিয়াঃ রাশিয়া ইউরাল পর্বতের দুইপাশেই অবস্থিত হওয়ায় এটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই অবস্থিত।রাশিয়ার বেশীরভাগ অংশই এশিয়ার মধ্যে পড়েছে।

২.তুরস্কঃতুরস্কও এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই অবস্থিত।বসফরাস প্রণালী এশিয়া-ইউরোপকে বিভক্ত করেছে।তুরস্ক এর দুইপাশেই অবস্থিত।বেশীরভাগ অংশই এশিয়া মহাদেশে।

৩.কাজাখস্তানঃ অবাক হচ্ছেন??হ্যাঁ,কাজাখস্তানও এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই অবস্থিত।কাজাখস্তান এর প্রায় বেশীরভাগ অংশই এশিয়ার মধ্যে অবস্থিত।এরমধ্যে আতিরাও ও পশ্চিম কাজাখস্তান রাজ্যটি ইউরোপ মহাদেশে অবস্থিত।

৪.মিশরঃ মিশরও একটি আফ্রো-এশিয়ান দেশ।এর সিনাই উপত্যকা বাদে বাকি সব অংশই আফ্রিকা মহাদেশে অবস্থিত।

৫.আজারবাইজানঃ আজারবাইজানও এশিয়া এবং ইউরোপের মধ্যে পড়েছে।এর বেশীরভাগ অংশ এশিয়ার মধ্যে পড়লেও কুসার,সাবরান,সিয়াজান,খাসমাজ ও কুবা জেলা ইউরোপে অবস্থিত।।

৬.জর্জিয়াঃ জর্জিয়াও ইউরেশিয়ান।এর বেশীরভাগ অংশ এশিয়ার মধ্যে হলেও খাজবেকি,খেভসুরেটি এবং তুসেটি জেলা ইউরোপে অবস্থিত।।

৭.পানামাঃ পানামা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সেতুবন্ধন ধরা হয়।এটি উভয় মহাদেশেই অবস্থিত।

অসংলগ্ন আন্তঃমহাদেশীয় রাষ্ট্রসমূহঃ

১.যুক্তরাষ্ট্রঃ আবারও অবাক হচ্ছেন??হ্যাঁ,ঠিকই শুনছেন।।যুক্তরাষ্ট্রের মূলভুমি উত্তর আমেরিকার মধ্যে হলেও এর অন্তর্ভুক্ত একটি দ্বীপপুঞ্জ হাওয়াই ওশেনিয়া মহাদেশে অবস্থিত।

২.ইয়েমেনঃ ইয়েমেনের মূলভুমি এশিয়া মহাদেশের হলেও এর একটি দ্বীপ সোকোত্রা,যেটা আফ্রিকা মহাদেশে অবস্থিত।

৩.আইসল্যান্ডঃ আইসল্যান্ড জাতিগতভাবে আর মূলভুমি হিসেবে ইউরোপের অন্তর্গত হলেও টেকটোনিক প্লেট অনুসারে এর কিছু অংশ উত্তর আমেরিকায় অবস্থিত।

৪.ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ার মুল ভূখণ্ড এশিয়ার মধ্যে হলেও এর সুলাসি একং পাপুয়া দ্বীপ ওশেনিয়ায় অবস্থিত।

৫.পাপুয়া নিউগিনিঃ দেশটি এশিয়া ও ওশেনিয়া দুই মহাদেশেই অবস্থিত।

৬.ডেনমার্কঃ ডেনমার্ক ইউরোপের অন্তর্ভুক্ত হলেও এর গ্রিনল্যান্ড দ্বীপ কিন্তু উত্তর আমেরিকাতে অবস্থিত।

৭.স্পেনঃ স্পেনের তিনটি স্বায়ত্তশাসিত দ্বীপ ক্যানারি,,সিওটা ও মেলিলা আফ্রিকা মহাদেশে অবস্থিত।

৮.পর্তুগালঃ পর্তুগালের অন্তর্ভুক্ত মেদিরা,ডেজার্টাস এবং সেভেজ দ্বীপ আফ্রিকা মহাদেশে এবং ফ্লোরেস ও কর্ভো দ্বীপ উত্তর আমেরিকায় অবস্থিত।

৯.ফ্রান্সঃ ফ্রান্সের হিসেবটা একটু জটিল।সে সবজায়গাতেই আছে।এর গুয়াদেলোপ,মার্টিনিক,সেইন্ট মার্টিন,সেইন্ট পিয়ারে,মিকুুলন দ্বীপ উত্তর আমেরিকাতেফ্রেন্স গায়ানা দ্বীপ দক্ষিণ আমেরিকায়মায়োট ও রিইউনিয়ন দ্বীপ আফ্রিকায়, উত্তর ক্যালিডোনিয়া,ফ্রেন্স পলিনেসিয়া,ওয়েলিস,ফুতুনা দ্বীপ ওশেনিয়ায় অবস্থিত।

১০.নেদারল্যান্ডসঃ নেদারল্যান্ডস ইউরোপের রাষ্ট্র হলেও এর কিছু দ্বীপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকতে পড়েছে।

১১.ভেনিজুয়েলাঃ এর মূল ভূখণ্ড দক্ষিণ আমেরিকার হলেও এর ইসলা এভজ এরিয়া উত্তর আমেরিকায় অবস্থিত।

১২.কলম্বিয়াঃ ল্যাটিন রাষ্ট্র কলম্বিয়ার সান আন্দ্রেজ ও প্রোভিডেন্সিয়া দ্বীপ উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

১৩.চিলিঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি দক্ষিণ আমেরিকায় অবস্থিত হলেও এর কিছু দ্বীপ ওশেনিয়া ও কিছু দ্বীপ উত্তর আমেরিকায় অবস্থিত।

১৪.জাপানঃ জাপানের ইজু,ওগাসাওয়া,মিনামি,তোরিশিমা দ্বীপগুলো ওশেনিয়া মহাদেশে অবস্থিত।

১৫.গ্রীসঃ গ্রীসের রোডস,কস,সামোস,চিওস,লেসবস দ্বীপগুলো এশিয়াতে অবস্থিত।

১৬.ত্রিনিদাদ এন্ড টোবাগোঃ ত্রিনিদাদ এন্ড টোবাগোর ত্রিনিদাদ অংশ দক্ষিণ আমেরিকায়টোবাগো অংশ উত্তর আমেরিকায় অবস্থিত।

এছাড়া আর্জেন্টিনা,চিলি,অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড,যুক্তরাজ্য,ফ্রান্স,নরওয়ের কিছু দ্বীপ এন্টার্কটিকা মহাদেশের অন্তর্ভুক্ত।


আশা করি আপনাদেরকে নতুন কিছু জানাতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top