বিশ্বে সর্বমোট রাষ্ট্রের সংখ্যা ২৩৩ টি।এর মধ্যে ১৯৫ টি স্বাধীন রাষ্ট্র,যার মধ্যে ১৯৩ টি জাতিসংঘ স্বীকৃত স্বাধীন রাষ্ট্র।বিশ্বের প্রতিটা রাষ্ট্রেরই রয়েছে আলাদা আলাদা পতাকা।প্রতিটা দেশের পতাকাই সেই দেশটির প্রতিনিধিত্ব করে,যাদের রয়েছে স্ব স্ব বৈশিষ্ট্য ও অর্থ।বিশ্বের বড় বড় কিছু সংস্থারও রয়েছে নিজস্ব পতাকা,যেগুলো সেই সংস্থার বিশেষ কার্যাবলিকে বর্ণনা করে।চলুন আজ জেনে নেই বিভিন্ন দেশের পতাকার বৈচিত্র্য নিয়ে কিছু তথ্য।
দেশভিত্তিক পতাকাঃ
- বিশ্বের সবচেয়ে প্রাচীনতম পতাকা ডেনমার্কের।এটি ১৫ ই জুন,১২১৯ সালে গৃহীত হয়।
- বর্গাকৃতির জাতীয় পতাকা রয়েছে সুইজারল্যান্ড ও ভ্যাটিকানের।
- পতাকায় সেই দেশের নাম রয়েছে নিকারাগুয়া,এস সালভাদোর,বলিভিয়া র।
- পতাকায় মানচিত্র রয়েছে সাইপ্রাস ও কসোভো র।
- পতাকায় বজ্রড্রাগন রয়েছে ভুটানের।
- পতাকায় ঈগল রয়েছে জাম্বিয়া র।
- পতাকায় মসজিদের ছবি রয়েছে আফগানিস্তানের।
- পতাকায় গাছ রয়েছে লেবাননের।
- পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে নেপালের।
- পতাকায় শুধু চাঁদ রয়েছে মালদ্বীপের।
- কখনই অর্ধনমিত হয়না সৌদি আরব ও ইরানের পতাকা।
- আল্লাহু আকবর লেখা রয়েছে ইরাক ও ইরানের পতাকায়।
- পবিত্র কালেমা লেখা রয়েছে সৌদি আরব ও ইরানের পতাকায়।
- মুসলিম দেশ না কিন্তু চাঁদ-তারার ছবি আছে সিঙ্গাপুরের।
- পতাকায় ইহুদিদের প্রতীক ক্রিস্টাল আছে ইসরায়েলের।
- বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে জাপান ও পালাউ এর পতাকার।
- মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় রেখা রয়েছে ১৩ টি এবং তারা,রয়েছে ৫০ টি।
- ব্রিটেনের জাতীয় পতাকার নাম “ইউনিয়ন জ্যাক”
সংস্থাভিত্তিক পতাকাঃ
- পতাকায় পবিত্র কা’বা শরীফের ছবি রয়েছে OIC র
- সর্বমোট ৩টি পতাকা রয়েছে রেডক্রস ও রেড ক্রিসেন্ট র
- অলিম্পিক পতাকার রং ৫টি
- আফ্রিকান ইউনিয়নের পতাকায় ৫৩ টি ও ইউরোপীয়ান ইউনিয়নের পতাকায় ১২ টি তারকা রয়েছে
বিভিন্ন দেশের পতাকার বৈচিত্র্য নিয়ে আজ এ পর্যন্তই।